রোনালদো-মানেদের গোলে উড়ছে আল নাসর

স্পোর্টস ডেস্ক:

আবারও ক্রিশ্চিয়ানো রোনালদোর মাস্টারক্লাস। সঙ্গে সাদিও মানে এবং জন ডুরানের গোল। আরও একটি দুর্দান্ত জয় পেয়েছে সৌদি ক্লাব আল নাসর। শুক্রবার রাতে ঘরের মাঠে আল খুলুদের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে তারা। এই জয়ের পরও অবশ্য সৌদি প্রো লিগে তিন নম্বর পজিশনে রয়েছে আল নাসর।

আল খুলুদের বিপক্ষে জয়ের পর আল নাসরের পয়েন্ট ২৫ ম্যাচ শেষে ৫১। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ। অর্থ্যাৎ শীর্ষে থাকা দলটির সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান রোনালদোর ক্লাবের। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।

আল খুলুদের বিপক্ষে ম্যাচে গোলের সূচনা করেন পর্তুগিজ সুপারস্টার রোনালদে। চতুর্থ মিনিটে গোল করেন তিনি। এ নিয়ে ফুটবল ক্যারিয়ারে মোট ৯২৮টি গোলৈ করলেন সিআর সেভেন।

পরের দুটি গোলও হয় ম্যাচের প্রথমার্ধে। ২৬তম মিনিটে দলের দ্বিতীয় গোল করেন সাদিও মানে। এরপর ৪১তম মিনিটে তৃতীয় গোল করেন কলম্বিয়ান তারকা জন ডুরান।

দ্বিতীয়ার্ধে গিয়ে আবার ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। ৫৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন নওয়াফ বউশাল। ম্যাচের ৭২তম মিনিটে আত্মঘাতি গোল করেন আল নাসরের আলি লাজামি। ফলে একটি গোল পরিশোধ হয় আল খুলুদের।

ম্যাচের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বিজয় উদযাপন করেন রোনালদো। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লেখেন, ‘আরেকটি লড়াইয়ে জয়। লেটস গো।’

ম্যাচের দ্বিতীয়ার্ধে রোনালদোকে তুলে নেয়া হয় মাঠ থেকে। ৬১তম মিনিটে তার পরিবর্তে মাঠে নামানো হয় আইমান ইয়াহইয়াকে। বোঝা গেছে, এই পরিবর্তনে মোটেও কোচ স্টেফানো পিওলির ওপর খুশি ছিলেন না রোনালদো।

উয়েফা নেশন্স কাপের কোয়ার্টার ফাইনাল খেলার জন্য পর্তুগাল জাতীয় দলে ডাকা হয়েছে রোনালদোকে। ডেনমার্কের বিপক্ষে দুই লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ।

পূর্ববর্তী নিবন্ধলিভারপুলে স্লটের প্রথম নাকি ৭০ বছর পর নিউক্যাসলের প্রথম!
পরবর্তী নিবন্ধস্বামীর কিছুই ভালো লাগে না স্ত্রীর, জুটি মোশাররফ-তানিয়া