স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে সেরা তারকাদের মধ্যে এখন পর্যন্ত উজ্জল ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে একাই করেছেন তিন গোল। দলকে শেষ সময়ে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে এনে দেন সমতা। বয়স ৩৩ হয়ে গেলেও রোনালদো দারুণ ফিট এবং ক্ষুধার্ত। সে কথা আবার নতুন করে জানালেন তার সাবেক ম্যানইউ সতীর্থ প্যাটিক ইভ্রা। রোনালদোর বাড়িতে দাওয়াত পাওয়ার এক মজার ঘটনাও জানালেন তিনি।
রোনালদো এবং তার দল আগামী বুধবার মস্কোতে মরক্কোর মুখোমুখি হবে। এর আগে দলের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে অনুশীলন করেছেন রোনালদো। তার অনুশীলনের বিষয়ে ইভ্রা বলেন, ‘তার অনুশীলন কখনো শেষ হয়না। সে সব সময় অনুশীলনের মধ্যে থাকে। দাওয়াত দিয়েও সতীর্থদের সঙ্গে অনুশীলন করে রোনালদো।’
তার বাড়িতে খাওয়ার দাওয়াত পেলে না যাওয়াই ভালো হবে বলে মজা করেন ইব্রা। তিনি বলেন, ‘রোনালদোর বাড়িতে খাওয়ার দাওয়াত থাকলে তাতে না করে দেওয়াই ভালো। কারণ সে একটা যন্ত্র। ওর অনুশীলন কখনও শেষ হয় না।’
কারণ উল্লেখ করে ইভ্রা বলেন, ‘একবার রোনালদোর দাওয়াতে ওর বাড়ি গিয়ে কেবল স্যালাড, ‘হোয়াইট চিকেন’ আর পানি খেয়ে ফিরে এসেছিলাম। ভেবেছিলাম পরে একটু ফলের রস ও মাংসের আরও কিছু পদ খাওয়াবে। কিন্তু তা হয়নি। খাওয়ার পরেই আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে প্রথমে ‘টু-টাচ’ খেলে নিলো।’
ইভ্রা বলেন, ‘সব শেষে বিরক্ত হয়ে বলেছিলাম, ক্রিশ্চিয়ানো তোমার বাড়িতে দুপুরের খাবার খেতে এসেছি নাকি পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিতে!’ এরপর খেলা নিয়ে রোনালদোর জেদের কথা উল্লেখ করে ইভ্রা আরও বলেন, ‘একবার রিয়ো ফার্ডিনান্ড টেবল টেনিসে রোনালদোকে হারিয়ে দিল। হারার পরেই ও নিজের বাড়িতে একটা টেবল টেনিস বোর্ড নিয়ে আসে। তার পরে দু’সপ্তাহের মধ্যেই খেলাটা ভাল করে রপ্ত করে রিয়োকে হারিয়ে দেয়।’