রোটাখ এগার্নের জালে ২৭ গোল বায়ার্ন মিউনিখের

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নতুন মৌসুম শুরুর আগে চলছে দলবদলের মৌসুম। তাই মূল লড়াইয়ে মাঠে নামার আগে এখন প্রাক-মৌসুমের খেলা নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রায় সবকটি দল। এর অংশ হিসেবে লিগ শুরুর আগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও।

মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় ক্লাব এফসি রোটাখ এগার্নের মুখোমুখি হয়েছিল বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখ। যেখানে প্রতিপক্ষকে রীতিমত গোল বন্যায় ভাসিয়েছে তারা। দেশটির নবম স্তরের দলটির বিপক্ষে ২৭ গোল দিয়েছে বাভারিয়ানরা।

এদিন এগার্নের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ১৮টি ও দ্বিতীয়ার্ধে বাকি ৯টি গোল দিয়েছে বায়ার্ন। স্কোরশিটে নাম লিখিয়েছেন ১৩ ফুটবলার। যেখানে পাঁচটি করে গোল করেছেন ৩ ফুটবলার। বাকি ১২ গোল এসেছে ১০ জনের পা থেকে।

পাঁচটি করে গোল করা ফুটবলাররা হলেন- জামাল মুসিয়ালা, ম্যাথায়াইস টেল এবং মার্সেল স্যাবিতজার। ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন সার্জ গ্যানাব্রিও। এছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন সাদিও মানে, আলফনসো ডেভিস, কোনরাড লেইমার, নোসাইর মাজরাওউই, দায়োত উপামেকানো, লেরয় সানে, রাফায়েল গুরেইরো, রায়ান গ্রাভেনবার্ক ও কিংসলে কোম্যান।

অবশ্য রোটাখ এগার্নের বিপক্ষে গোলবন্যার রেকর্ড এটাই প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও বায়ার্নের কাছে এমন গোল-পাহাড়ের মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে তাদের ২৩-০ গোলে হারিয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। এবার সেই মাত্রাও ছাড়িয়ে গেছে বাভারিয়ারা।

এমন অবিশ্বাস্য জয়ের দিনটি মাঠ এবং মাঠের বাইরে ব্যস্ততার মধ্য দিয়েই কেটেছে বায়ার্ন মিউনিখের। মাঠের পারফরম্যান্সের আগে নাপোলি থেকে ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন কিম মিন জাই। একইসঙ্গে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে এদিন দায়িত্ব নিয়েছেন এফসি শালজবুর্গের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফ ফ্রেউন্ড। এর আগে ক্রিশ্চিয়ান ডেসেনকে বায়ার্ন জায়ান্টদের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

 

পূর্ববর্তী নিবন্ধসাতরাস্তায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
পরবর্তী নিবন্ধরিজওয়ানদের দেখার জন্য মুখিয়ে ভ্যাঙ্কুভার নাইটসের কোচ