রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, যুবক নিহত

নিজস্ব ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নুর হাকিম (২৭) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এ  গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত নুর হাকিম চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের সি-ব্লকের হোসেন আলীর ছেলে।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক মো. তারিকুল ইসলাম হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল সন্ত্রাসী টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সি ব্লকে যায়।

সেখানে তাদের সঙ্গে তোহা বাহিনীর ৬০-৭০ রাউন্ড গুলিবিনিময় হয়। এতে নিহত হন নুর হাকিম এবং আহত হন ২০ জন। আহতদের সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম জানান, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

facebook sharing button
messenger sharing button
পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেই ঘুষের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বঙ্গবন্ধু
পরবর্তী নিবন্ধঅপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করতে হবে: কাদের