রেসিংয়ের নামে বেপরোয়া গাড়ি চালাচ্ছে কিশোর-তরুণরা

পপুলার২৪নিউজ প্রতিবেদক : দিনে কিংবা রাত, ব্যস্ত কিংবা ফাঁকা সড়কে। রাজধানীতে সুযোগ পেলেই কার রেসিংয়ের নামে বেপরোয়া গাড়ি চালনায় মেতে উঠছে উঠতি বয়সী কিশোর-তরুণদের বেশ কয়েকটি গ্রুপ। এছাড়া রাতে ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়েও ঘটছে দুর্ঘটনা। এতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পুলিশ বলছে, বেপরোয়া গাড়িচালনা ঠেকাতে রাতেও অভিযান চালান তারা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, রাতে ট্রাফিক পুলিশের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা জরুরি।
মধ্যরাতের ঢাকা। একে একে কার রেসিং এর ৪টি গাড়ি ঢুকলো গুলশান থেকে বনানীমুখি সড়কে। গতি তোলার আগে একটুখানি শলা-পরামর্শ। টিম লিডারের হাতের ইশারা। তারপর পুলিশের চেকপোস্ট পেরিয়ে বনানী থেকে উত্তরা রোডে উঠতেই হঠাৎ দে ছুট।
মুহূর্তেই বিপজ্জনকভাবে ৪টি গাড়ি চারদিক দিয়ে সাধারণ যানবাহনগুলোর ফাঁক গলে দৃষ্টিসীমার আড়ালে।
রাজধানীতে ফাকা রাস্তায় দ্রুতগতিতে কার রেসিংয়ের যেসব খবর শোনা যায় তার প্রমাণ পাওয়া যায় মধ্যরাতে একাধারে চার থেকে পাঁচটি গাড়ি একেবেকে রাস্তা অতিক্রম করা ঘটনায়। গাড়িগুলোর গতিও ছিলো একেবারে বিপজ্জনক।
রাতে গতির ঝড় তোলার ফাঁকে রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় জটলা পাকিয়ে রীতিমত দলভারি করতেও দেখা যায় ড্রাইভিং লাইসেন্সবিহীন এসব চালককে। তবে তাদের ঘিরে নেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোন তদারকি।
তারা বলেন, ‘রাস্তায় কত গতিতে চালানো যাবে তার কোন নির্ধারিত সীমা নাই।
তাদের মধ্যে রিপোর্টারকে বলেন, ‘সেনানিবাস এলাকা ছাড়া আর কোন জায়গায় গতিসীমা আছে আপনি দেখান’। রাজধানীতে এরকম বেপরোয়া গাড়ি চালনায় হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় আতংকিত সাধারণ মানুষ।
পুলিশ বলছে, রাতে বেপরোয়া চালকদের দৌরাত্ম বন্ধে মাঝে মধ্যেই অভিযান চালান তারা।
ডিএমপির (ট্রাফিক) যুগ্ম কমিশনার মফিজ উদ্দীন আহম্মেদ বলেন, ‘কার রেসিংয়ের ঘটনা ঘটতে পারে। আমাদের সামনে পড়লে তাদের ধরে অনেক সময় মোটরযান আইনে মামলা করি। অনেক সময় গভীর রাতে আমরা চেক পোস্টও করে থাকি’।
তবে এই বিশেষজ্ঞ বলছেন, রাতের বেলাতেও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে হবে ট্রাফিক পুলিশকে।
পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেন, ‘সংঘর্ষটা বেশি হয় রাতের বেলাতেই। এ সময় দ্রুত গতিতে গাড়ি চালানো হয়। পুলিশের দায়িত্বটাকেও এখন বাড়াতে হবে গভীর রাত পর্যন্ত’।
তিনি জানান, কঠোর ব্যবস্থা না নিলে রাস্তায় গাড়ির বেপরোয়া গতি বন্ধ করা যাবে না।
সূত্র: সময় টিভি

পূর্ববর্তী নিবন্ধব্রিটেনে ‘‌বুরকিনি’‌ পরে সাঁতারের অনুমতি
পরবর্তী নিবন্ধপায়রা সেতু নির্মাণে গ্যান্ট্রি ক্রেন ভেঙে নিহত ১