রেল ভবনের আগুন নিয়ন্ত্রণে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোডের রেল ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও একটি ইউনিটের প্রচেষ্টায় নিভিয়ে ফেলা সম্ভব হয়।

ফায়ার কর্মীরা বলছেন, মূলত বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত। তা বেশি ছড়িয়ে যাওয়ার আগেই নিয়ন্ত্রণ করা গেছে। চারপাশে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে বন্ধের দিন থাকায় তেমন কোনো আতঙ্ক ছড়ায়নি; ক্ষয়ক্ষতিও বেশি নয়।

সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. তানহারুল ইসলাম বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে আগুনের খবর পাই। এসে দেখি নিচতলায়  ট্রান্সফরমারের ওপর দিয়ে একটি বেজি পারাপার হওয়ার সময় শট সার্কিট থেকে আগুন লাগে। মাত্র ১০ মিনিটে আমরা কাজ শেষ করি।

রেলমন্ত্রী মুজিবুল হক অগ্নিকাণ্ডের  পর ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

পূর্ববর্তী নিবন্ধএবার ৩০০ টপকে শ্রীলংকার জয়
পরবর্তী নিবন্ধকুমিল্লায় লরিচাপায় মা-ছেলে নিহত