রেমিট্যান্স এওয়ার্ড ২০২৪ অর্জন করেছে জনতা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক :
২০২৩-২৪ সালে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আনয়নকারী ব্যাংকের কৃতিত্ব অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি। ১৮ ডিসেম্বর বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডঃ আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকে রেমিট্যান্স এওয়ার্ড ২০২৪ গ্রহণ করেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

পূর্ববর্তী নিবন্ধচেক প্রতারণা মামলায় সাকিবের বিরুদ্ধে সমন জারি
পরবর্তী নিবন্ধইজতেমা ময়দান ছেড়েছেন সাদ অনুসারীরা