রেকর্ড গড়লেন ইয়াসির শাহ

পপুলার২৪নিউজ ডেস্ক :

রেকর্ড গড়লেন ইয়াসির শাহ

স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে দ্রুত দেড়শ’ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের লেগ-স্পিনার ইয়াসির শাহ। দুবাইয়ে চলমান সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার শ্রীলঙ্কার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ক্যারিয়ারে ১৫০তম উইকেটের মালিক হন তিনি।

২৭তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করে স্পিনার দ্রুত দেড়শ’ উইকেট শিকারের নয়া বিশ্বরেকর্ড গড়লেন ইয়াসির। আগের রেকর্ডটি ছিলো অস্ট্রেলিয়ার ক্লারি গ্রিমমেটের। ২৮ টেস্টে দেড়শ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন গ্রিমমেট।স্পিনার হিসেবে দ্রুত দেড়শ’ উইকেট শিকারের তালিকায় যৌথভাবে তৃতীয়স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাগ টেফিল্ড, পাকিস্তানের সাইদ আজমল ও ভারতের রবীচন্দ্রন অশ্বিন। তিনজনই ২৯ টেস্টে দেড়শ’ উইকেট শিকার করেছিলেন।

সব মিলিয়ে দ্রুত দেড়শ’ উইকেট শিকারের তালিকায় যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন ইয়াসির। এই তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের সিডনি বার্নস। ২৪ ম্যাচে দেড়শ’ উইকেট শিকার করেছিলেন বার্নস। ইয়াসিরের মত ২৭ ম্যাচে দেড়শ’ উইকেট শিকার করেছিলেন পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসও। তাই ইউনিসের সাথে দ্বিতীয়স্থানে রয়েছেন ৩১ বছর বয়সী ইয়াসির।

বল ডেলিভারিতে দ্রুত দেড়শ’ উইকেট শিকারে তৃতীয়স্থানে রয়েছেন ইয়াসির। ৮৩৯৫তম ডেলিভারিতে দেড়শ’ উইকেট নেন। এই তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ম্যাকগিল। ৮৩১২ ডেলিভারিতে দেড়শ’ উইকেট শিকার করেছিলেন ম্যাকগিল। দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের অশ্বিন। তার ডেলিভারি ৮৩৮০।

এছাড়া অভিষেকের পরে ২ বছর ৩৪১ দিনে দেড়শ’ উইকেট স্পর্শ করার মাইলফলক স্পর্শ করেন ইয়াসির। এক্ষেত্রে তার অবস্থান তৃতীয়স্থানে। এখানে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন। অভিষেকের পর ২ বছর ১৩৯ দিনে দেড়শ’ উইকেট শিকার করেছিলেন জনসন।

পূর্ববর্তী নিবন্ধলঞ্চে আপত্তিকর অবস্থায় ৬ তরুণ-তরুণী আটক
পরবর্তী নিবন্ধএবার বিগ বস মাতাবেন এই নারী তান্ত্রিক