পপুলার২৪নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান।
রোববার কিম্বার্লিতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।
তামিম ইকবাল ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না। এতে ওপেনিংয়েও পরিবর্তন আসে। ব্যাট হাতে নামেন লিটন দাস এবং ইমরুল কায়েস।
তাদের জুটিতে আসে ৪৩ রান। রাবাদার বলে ফিরে যান লিটন। তিনি ২১ রান করে ডু প্লেসিসের হাতে ক্যাচ দেন। পরে দ্রুতই ফিরে যান ইমরুল কায়েস।
তিনি ৩১ রান করে প্রিটোরিয়াসের বলে সাজঘরে ফেরেন।
এরপর সাকিবের সঙ্গে জুটি গড়েন মুশফিক। সাকিব আল হাসান এই ম্যাচে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। একইসঙ্গে ২০০ উইকেট এবং ৫ হাজার রান সংগ্রহকারী ৫ম ক্রিকেটার হলেন সাকিব। তাছাড়া দ্রুততম সময়ে এই রেকর্ড গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
রেকর্ড গড়ার পর তার ইনিংসকে বড় করতে পারেননি সাকিব। ব্যক্তিগত ২৯ রান করে ইমরান তাহিরের বলে স্লিপে ক্যাচ দেন। সাকিব-মুশফিকের জুটিতে আসে ৫৯ রান।