রূপগঞ্জে যুবলীগ নেতা অপহরণ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিকুর রহমান বাদলকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বাদলকে উদ্ধারের দাবিতে বুধবার সন্ধ্যার পর উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এতে প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধের ফলে দুই মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

এর আগে বুধবার দুপুরে উপজেলার বড়ালু-পাড়াগাঁও এলাকা থেকে ওই নেতাকে অপহরণ করা হয়। সফিকুর রহমান বাদল ইছাখালী এলাকার হাবিবুর রহমান ভুইয়ার ছেলে।

উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন জানান, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিকুর রহমান বাদলকে বুধবার দুপুরে একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। এরপর প্রশাসনের বিভিন্ন দফতরসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, সফিকুর রহমান বাদলকে কারা অপহরণ করে নিয়ে গেছে তার সুর্নিদিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। বাদলকে উদ্ধারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি পূর্ণিমা
পরবর্তী নিবন্ধধর্ষণের পর নির্মম হত্যার বর্ণনা দিলেন খালু