পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
শিক্ষার্থীদের আন্দোলন শেষ হলেও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- রুয়েটে এবার ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে ধর্মঘটে গিয়েছেন শিক্ষকরা।
৩৩ ক্রেডিট প্রথা বাতিলের দাবিতে শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে অবরোধ করে রাখার পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষকদের সঙ্গে অসদাচরণ এবং ফেসবুকে কটূক্তি ও মিথ্যা প্রচারণা চালিয়েছেন অভিযোগ এনে শিক্ষকরা ধর্মঘট পালন করছেন।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সভাপতি নীরেন্দ্রনাথ মুস্তাফি সাংবাদিকদের জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।