রুমি হত্যা মামলায় বাচ্চুর ফাঁসির আদেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীতে কিশোরী সুস্মিতা রুমি (১৫) ধর্ষণ শেষে হত্যার ঘটনায় এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন।

ফাঁসির দণ্ড পাওয়া আসামি সাইদুর রহমান বাচ্চু জামিনে গিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

২০১২ সালের ১ জুন সন্ধা থেকে পরের দিন সকাল ৮ টার মধ্যে কোনো একসময় রাজধানীর হাতিরপুলের নাহার প্লাজায় খুন হন ১৫ বছরের কিশোরী রুমি।

খুনের আগে তাকে ধর্ষণ করা হয়। খুনের পর তার লাশ গুম করার জন্য কিশোরীর পেট থেকে নাড়িভুঁড়ি বের করে বাথরুমের কমোডে রাখা হয়। এরপর তার শরীরের ২৬টি টুকরো একটি বাড়ির ছাদের ওপর এবং রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়।

রুমির বাবার নাম সাদ্দাম হোসেন। ফরিদপুরের আলফাডাঙ্গায় তাদের গ্রামের বাড়ি। মোবাইলে বাচ্চুর সঙ্গে তার পরিচয় এবং পরে প্রেম হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে ৪০ হাজার কোটি টাকা ঋণ দেবে ভারত:ইকোনমিক টাইমস
পরবর্তী নিবন্ধউপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের বরখাস্তর আদেশ স্থগিত