রুপের নদী যাদুকাটার তীরে হিন্দু-মুসলিমের মিলন মেলা

নুর উদ্দিন, সুনামগঞ্জ : তাহিরপুরের সীমান্তের রুপের নদী যাদুকাটার দুই তীরে হিন্দু-মুসলিম দু’ধর্মের ধর্মীয় উৎসব মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। পূণ্যস্নানে লাখো পূণ্যার্থীর ঢল নেমেছিল। উৎসব শুক্রবার পর্যন্ত চলবে। মুসলমানদের হযরত শাহ আরোফিন (রঃ) এর ওরস মোবারক আর হিন্দু ধর্মালম্বীদের পনাতীর্থ বা গঙ্গাস্নান।
দুই উৎসবে দুই ধর্মের মিলন মেলায় প্রায় ৪ লক্ষাধিক মানুষের আগমনে যাদুকাটা নদী কানায় কানায় পরিপূর্ন হয়ে উঠেছে। দু’আধ্যাত্বিক মহাসাধকের ভক্তবৃন্ধের মিলন মেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জে গত এক সপ্তাহ ধরেই উৎসবের আমেজ বিরাজ করছিল।
জানা যায়, প্রতি বছরের ন্যায় দেশের সমগ্র অঞ্চল থেকে কাফেলাধারী ফকির, ভক্ত, সাধক ও দর্শনার্থীরা মহোৎসবে যোগ দিতে সীমান্তবর্তী গ্রামগুলো ও আখড়াবাড়ীর আশে পাশের জড়ো হতে থাকেন।
দুই ধর্মের দুই উৎসবের একটি-হিন্দু ধর্মালম্বীদের ২রা এপ্রিল মঙ্গলবার সকাল ৯টা ৭মিনিট ৫৪ সেকেন্ড থেকে শুরু হয়ে রাত ১টা ২০মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত পনাতীর্থ বা গঙ্গাস্নান হবে। এ উপলক্ষে বালুচরে বারুনী মেলা ৫ই এপ্রিল শুক্রবার সকালে সমাপ্ত হবে। হিন্দুধর্মালম্বীরা যাদুকাটা নদীতে গাঙ্গাস্নানের মাধ্যমে তাদের সারা বছরের পাপ মোচনসহ পুণ্য লাভের জন্য এখানে আসেন মা, বাবা, স্ত্রী-সন্তান নিয়ে। ১৫১৬খিষ্টাব্দে পনাতীর্থের সূচনা করেন মহাপুরুষ শ্রীমান অদ্বৈত আর্চায প্রভু। তার জন্ম সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নবগ্রামে। কিন্তু সেই গ্রাম যাদুকাটা নদী গর্ভে বিলিন হয়ে গেছে বহু বছর আগেই। এজন্য নদীর তীর সংলগ্ন রাজারগাঁও গ্রামে অদ্বৈত আর্চায মন্দির ও আখড়া তৈরি করা হয়েছে। প্রতি বছরের চৈত্র মাসে এই তৃথীতে গঙ্গাস্নানের জন্য দেশ-বিদেশ থেকে হিন্দু ধর্মাবলাম্বীরা যাদুকাটা নদীতে ছুটে আসেন।
হযরত শাহ আরোফিন (রঃ) এর ওরস মোবারক ২রা এপ্রিল সন্ধ্যা থেকে শুরু হয়ে ৫ই এপ্রিল শুক্রবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে। হযরত শাহ জালাল (রঃ) সফর সঙ্গী ৩৬০ আওলিয়ার মধ্যে অন্যতম ছিলেন শাহ আরোফিন (রঃ)। সবাই জানেন তিনি একজন জিন্দাপীর। তিনি ভারতের মেঘালায় পাহাড়ের পাথরের গুহায় বসে আল্লাহ ইবাদত করতেন। এটাই ছিল একমাত্র আস্তানা, বাংলাদেশে কোন আস্তানা নেই। কিন্তু ভারতের সেই আস্তানায় ভক্তদের যেতে ভারতীয় বিএসএফ’র বাঁধা রয়েছে। তাই বাংলাদেশ-ভারত সীমান্তের লাউড়েরগড় এলাকায় জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে শাহ আরোফিন (রঃ) এর আস্তানা তৈরি করে সেখানেই ওরস পালন করা হয়। সেখানে বক্তরা বাউল, জারী, সারি, মারফতি, শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধারমন সহ বিভিন্ন শিল্পীর গাওয়া গান পরিবেশন করে গানে গানে মুখরীত করে তুলে চারপাশ। এ সময় পূণার্থী ও দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে প্রায় ২৩ কিলোমিটার দৈর্ঘ্য যাদুকাটা নদীর দু’তীর। শাহ আরোফিন (রঃ) এর ওরস ও পনাতীর্থকে কেন্দ্র করে যাদুকাটা নদীর দুই তীর রাজারগাঁও ও লাউড়েরগড়ে বসে বিরাট বারুনী মেলা। মেলায় হাজারো দোকানপাট বসে।
সপ্তাহব্যাপী মিলন মেলাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান ও উপজেলার ৭ইউপি চেয়ারম্যানকে উপদেষ্টা করে পৃথকভাবে আইনশৃঙ্খলা রক্ষা, উৎসব উদযাপন ও মেডিকেল টিম গঠন করা হয়েছে।
সুনামগঞ্জের দিরাই উপজেলার নোয়াগাঁও গ্রামের প্রদ্যুৎ তালুকদার ও স্ত্রী রুবী হাওলাদার বলেন, ছেলের মানত ছিল তাই স্বপরিবারে এখানে এসেছি মানত আদায় করতে এবং স্নান করে পবিত্র হতে।
নেত্রকোনার খালিয়াজুরী থানার বয়োবৃদ্ধ অনিল কুমার দাস বলেন, সেই ছোটবেলা থেকেই স্বপরিবারে এখানে আসি পূণ্যের আশায় আমরা সনাতন ধর্মাবলম্বীরা মনে প্রাণে বিশ্বাস করি এখানে স্নান করলে অতিথের সকল পাপ মোচন হয়ে যায়।
সিলেট কোয়ারপাড়ের বাসিন্দা কৃষ্ণ চন্দ্র দাস ও স্ত্রী সাথী রাণী দাস বলেন, শশুর শাশুরীসহ পরিবারের সবাইকে নিয়ে এখানে স্নান করতে এসেছি আশা করি ভগবান আমাদের সবাইকে পাপমুক্ত করবেন।
রাজধানী ঢাকার শাখারী বাজার থেকে স্বপরিবারে আসা পূণ্যার্থী গোপেশ রায় বলেন, প্রতি বছরই পরিবারের লোকজন নিয়ে এখানে আশি পাপ মোচন করে নিষ্পাপ হওয়ার জন্য। সুইডেন থেকে আসা পূণ্যার্থী লাউস নিশান্ত এর সাথে কথা বললে তিনি জানান, ভগবানের প্রতি বিশ্বাস রেখেই সুদূর সুইডেন থেকে এখানে এসেছি, এখানকার সার্বিক নিরাপত্তা ব্যাবস্থা খুবই ভাল লেগেছে কিন্তু থাকা খাওয়া যোগাযোগ ব্যাবস্থার কিছুটা সমস্যা হয়েছে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, আখড়াবাড়ী, পণাতীর্থধামে গঙ্গাস্নান, গড়কাটি ইসকন মন্দির, বারুনী মেলা ও ওরশ মোবারক আস্তানায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর ৪টি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এছাড়াও ২জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ২টি ভ্রাম্যমান আদালতের পাশাপাশি মেটাল ডিটেকটর দ্বারা আগতের দেহ, ব্যাগ তল্লাশীসহ ডিএসবি, সাদা পোশাকধারী পুলিশ, গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারী এবং ঝুঁকিপূর্ণ সড়কগুলিতে দিবারাত্রী যাতায়াতকারীদের নিরাপত্তার স্বার্থে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি প্রতিরোধে একাধিক পুলিশ ও বিজিবির টহল দল মোতায়েন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন মোকাব্বির খান
পরবর্তী নিবন্ধ৫০ কোটি টাকার কয়লা আড়াই মাস ধরে ভারতে আটকা