রীনাত ফওজিয়া পেলেন গোল্লাছুট ‘শেখ রাসেল’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক :

গোল্লাছুট ‘শেখ রাসেল’ সম্মাননা-২০২২ পেলেন প্রফেসর রীনাত ফওজিয়া। সেতার ও সংগীতে অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা প্রদান করে শিশু-কিশোরদের সংগঠন গোল্লাছুট ফাউন্ডেশন ও গোল্লাছুট পরিবার।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে গোল্লাছুট জন্মোৎসব ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশিষ্ট চিত্র পরিচালক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াত তার হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে ড. রওশনা পারভীন, ডা. রাফেজা সুলতানা, কবি মিরাজ হোসেন, সাহিত্যিক মুস্তাফিজুর রহমান নাহিদ, গোল্লাছুটের প্রতিষ্ঠাতা কবি লিমা ইসলাম লিপু ও আজাহারুল ইসলাম, অভিনেত্রী রেবেকা রউফসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের কাজী হায়াত বলেন, আজকের শিশুরাই আগমীতে দেশ চালাবে। আমরা এই পৃথিবী তাদের কাছে রেখে যাচ্ছি। শিশুদের সংস্কৃতিমনা হওয়ার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ওরা সংস্কৃতিমনা হলে ওদের মধ্যে দেশ প্রেম জাগবে। তাই তাদের সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে জড়িত থাকা দরকার।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের পারফরম্যান্স মূল্যায়ন কনফারেন্স অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবিশ্বব্যাপী মিথ্যা তথ্য ছড়াচ্ছে টুইটার: বাইডেন