রিয়াদকে উপেক্ষার জবাব পেল কোয়েটা

পপুলার২৪নিউজ ডেস্ক:
আগের ম্যাচেই অলরাউন্ড নৈপূণ্যে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জয় এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। হন ম্যাচসেরা।

এরপরও শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তাকে ব্যাটিংয়ে নামালো না কোয়েটা। আর এর খেশারত ভালোভাবেই দিল কোয়েটা।

শেষ ১২ বলে ৬ উইকেট হাতে রেখেও জয়ের জন্য প্রয়োজনীয় ৭ রান তুলতে পারেনি। সরফরাজ আহমেদের দল শ্বাসরুদ্ধকরভাবে হেরে গেছে মাত্র এক রানে।

দুবাইয়ে টস হেরে ৬ উইকেট হারিয়ে ইসলামাবাদ ইউনাইটেড করে ১৬৫ রান। দলের পক্ষে হুসাইন তালাত সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া শেন ওয়াটসন ২৯ ও অধিনায়ক মিসবাহ-উল হক ২৫ রান করেন।

কোয়েটার পক্ষে জুলফিকার বাবর ও আনোয়ার আলী দুটি করে উইকেট নেন। দুই ওভারে ১৮ রান দিলেও এদিন কোনো উইকেট পাননি বাংলাদেশী মাহমুদউল্লাহ রিয়াদ।

১৬৬ রানের জয়ের লক্ষে ১৬ রানে ফিরে যান আসাদ শফিক। এরপর আহমেদ শেহজাদ ও কেভিন পিটারসেন ১৩৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরেই রাখেন।

শেহজাদ ৫১ বলে ৫৯ এবং ৪৩ বলে ৬৯ রান করে কেভিন পিটারসেনের আউটের পরই তালগোল পাকিয়ে ফেলে কোয়েটা।

শেষ দুই ওভারে জিততে তাদের দরকার ৭ রান। ১৯তম ওভারে রুম্মন রাইস মাত্র ২ রান দিয়ে তুলে নেন অধিনায়ক সরফরাজ আহমেদকে।

এরপর অনাকাঙ্ক্ষিতভাবে ব্যাট হাতে আসেন আনোয়ার আলী। তখনও বেঞ্চে বসে মাহমুদউল্লাহ রিয়াদ, থিসারা পেরেরার মতো মারকুটেরা।

মোহাম্মদ সামির করা শেষ ওভারের প্রথম তিন বলে মাত্র এক রান নিতে সক্ষম হন আনোয়ার আলী। চতুর্থ বলে রান নিতে ব্যর্থ হন রুশো।

পঞ্চম বলে রানআউট হন আনোয়ার। শেষ বলে রুশো ১ রান নিলে নাটকীয় জয় পায় মিসবাহর দল। শেষ ওভারের বাজিমাতে ম্যাচসেরা হন মোহাম্মদ সামি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৪
পরবর্তী নিবন্ধপিলখানা হত্যা মামলার শুনানি ২ এপ্রিল পর্যন্ত মুলতবি