রিটার্ন জমা দেওয়ার সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

করোনা অতিমারির কারণে আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়লো আরও এক মাস। সোমবার (৩০ নভেম্বর) কর আইন-১ এর দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

করোনা পরিস্থিতিতে আয়কর মেলার শেষ দিনে সময় বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে সকাল থেকে আয়কর মেলার শেষ দিনে করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন কর-অঞ্চলে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৩৮৭ কোটি টাকার পরিশোধিত কর আদায় হয়েছে বলে জানিয়েছে এনবিআর। এ সময়ের মধ্যে ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি রিটার্ন দাখিল হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্ববর্তী নিবন্ধডিআরইউর সভাপতি নোমানী, সম্পাদক মসিউর
পরবর্তী নিবন্ধপি কে হালদারের সব মামলার নথি চেয়েছে ইন্টারপোল