রিজেন্টের গ্রেফতার ৮ জনকে ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে র‌্যাব। ওই মামলায় গ্রেফতার আট জনকে আজ দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুর ১টায় উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, গ্রেফতার আট জনকে আদালতে সোপর্দের উদ্দেশে প্রেরণ করা হয়েছে।

করোনা টেস্টের জন্য আসা রোগীদের বিনামূল্যে নমুনা সংগ্রহ করানোর কথা থাকলেও টাকা নেয়া এবং নমুনার অর্ধেকের বেশি পরীক্ষা না করেই রিপোর্ট দেয়াসহ রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অনেকগুলো অনিয়ম ও প্রতারণার অভিযোগ রয়েছে। সেসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

মামলার আসামিরা হলেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ, রিজেন্ট হাসপাতালের কর্মী তরিকুল ইসলাম, আবদুর রশিদ খান জুয়েল, মো. শিমুল পারভেজ, দীপায়ন বসু, আইটি কর্মকর্তা মাহবুব, সৈকত, পলাশ, প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব (১), হেলথ টেকনিশিয়ান আহসান হাবীব (২), হেলথ টেকনোলজিস্ট হাতিম আলী, অভ্যর্থনাকারী কামরুল ইসলাম, রিজেন্ট গ্রুপের প্রকল্প প্রশাসক মো. রাকিবুল ইসলাম, রিজেন্ট গ্রুপের মানবসম্পদ কর্মকর্তা অমিত বণিক, রিজেন্ট গ্রুপের গাড়ি চালক আবদুস সালাম ও নির্বাহী কর্মকর্তা আবদুর রশিদ খান।

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদসহ পলাতকদের সম্পর্কে ওসি তপন বলেন, পলাতকদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এখানে উল্লেখ্য যে, সোমবার দুপুর ২টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল প্রথমে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে অবস্থিত রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। সেখান থেকে আট জনকে আটকের পর র‍্যাবের দলটি মিরপুরে রিজেন্টের অন্য শাখায় অভিযান পরিচালনা করে।

পূর্ববর্তী নিবন্ধ২০ জনকে কৃত্রিম পা সংযোজন করে দিচ্ছে ‘স্বপ্ন নিয়ে’
পরবর্তী নিবন্ধপাপুল বিদেশি নাগরিক হলে পদটি খালি করে দিতে হবে : প্রধানমন্ত্রী