রায়হানকে পিটিয়ে হত্যা করা হয়েছে: পিবিআই

নিজস্ব প্রতিবেদক:

রায়হান উদ্দিনকে (৩০) নির্যাতন করেই হত্যা করেছেন এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ তার সহযোগী পুলিশ সদস্যরা। ফাঁড়ির ভেতর প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী তিন পুলিশ সদস্য আদালতে ১৬৪ ধারায় এমন সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. জিহাদুর রহমানের কনস্টেবল সাইফুল, দেলোয়ার ও শামীমের সাক্ষ্য লিপিবদ্ধ করেন।

আদালত সূত্র জানায়, বিকেল ৩টায় তিন পুলিশ সদস্যকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মহিদুল ইসলাম।

এরপর দীর্ঘ প্রায় দুই ঘণ্টা আদালতের কাছে সেই রাতের ঘটনার বর্ণনা দেন। তাদের তিনজনকে ফের পিবিআই হেফাজতে নেওয়া হয়।

মামলার তদন্ত সূত্র জানায়, কাউকে গ্রেফতার করতে গেলে আগে তথ্য-প্রমাণ দরকার। এই তিন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার মাধ্যমে প্রমাণ হলো রায়হানকে পুলিশ ফাঁড়িতে পিটিয়ে হত্যা করা হয়েছে।

তদন্ত সূত্র জানায়, কাউকে অযথা হয়রানি না করতে পিবিআই ধীরে ধীরে এগোচ্ছে। অবশ্য সাক্ষীদের সাক্ষ্যতে আকবরকে গ্রেফতারে বাধা থাকবে না।

গত রোববার (১১ অক্টোবর) ভোরে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আকবরসহ চার পুলিশকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ঘটনার পর রোববার থেকে আকবর পলাতক।

মামলাটি পুলিশ সদর দফতরের নির্দেশে পিবিআইতে স্থানান্তর হয়। তদন্ভার পাওয়ার পর পিবিআইর টিম ঘটনাস্থল বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, নগরের কাস্টঘর, নিহতের বাড়ি পরিদর্শন করে। মরদেহ কবর থেকে তুলে পুনঃময়না তদন্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমুজিববর্ষে সবার জন্য ঘর নিশ্চিতে কাজ করছে সরকার
পরবর্তী নিবন্ধঅভিনেত্রী শ্রাবন্তীর মা মারা গেছেন