রাহুলকে ‘বিদেশি’ বলে খোঁচা অমিত শাহর

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাহুল গান্ধী ওই আইন না পড়েই এর বিরোধিতা করছেন বলে মন্তব্য অমিত শাহর। শুধু তাই নয়; রাহুল গান্ধী হিন্দি পড়তে জানেন না মন্তব্য করে তাকে ‘বিদেশি’ বলে খোঁচা দেন অমিত শাহ। খবর জি নিউজের

সম্প্রতি রাজস্থানের যোধপুরের জনসভায় রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে অমিত শাহ আরও বলেন, ‘সিএএ নিয়ে পড়াশোনা করুন। চাইলে ইতালিতে অনুবাদ করেও পাঠাতে পারেন এই আইনের প্রতিলিপি। এরপর বিতর্কে আসুন। না জেনে না পড়ে দেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব চলে যাবে বলে মন্তব্য করবেন না। ’

উল্লেখ্য, রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী ইতালির নাগরিক ছিলেন। ভারতের ৭ম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে বিয়ের পর তিনি ভারতীয় নাগরিকত্ব পান। তবে মায়ের সুবাদে ইউরোপের ওই দেশটির সঙ্গে সম্পর্ক ভালো রাহুলের। অবসরে সেখানে মামার বাড়িতে বেড়াতে যান রাহুল।

এবার এনআরসি বির্তকে রাহুলের সেই পরিচয় সামনে নিয়ে আসলেন অমিত শাহ।

শুধু রাহুলই নয়; নাগরিকত্ব সংশোধনী আইনটি ঠিক মত না বুঝেই কংগ্রেস, তৃণমূল, সপা ও বসপা এর বিরোধিতা করছে বলে দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতির।

দেশজুড়ে যতই আন্দোলন হোক, কোনোভাবেই নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

অমিত শাহ বলেন, ‘মমতা-রাহুলরা যতই বিরোধিতা করুক, এই আইন বিষয়ে যতই বিভ্রান্তি ছড়াক। এক ইঞ্চিও পিছিয়ে আসবে না বিজেপি। ভারতের সংখ্যালঘুদের কাছে গিয়ে বিজেপি এই বার্তা পৌঁছে দেবে যে, মোদি সরকার নয়; ধর্মের ভিত্তিতে দেশভাগের বিষয়ই কংগ্রেসের হাতেই হয়েছিল।’

এনআরসি ও সিএএ ইস্যুতে বিরোধীদের বিভ্রান্তি না ছড়াতে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনে কোথাও নাগরিকত্ব কেড়ে নেয়ার কথা নেই। নাগরিকত্ব দেয়ার ব্যবস্থা রয়েছে। ’

মুসলিমদের ভয় পাওয়ার কারণ নেই জানিয়ে তিনি যোগ করেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের নির্যাতিত হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈনদের নাগরিকত্ব দান করা হবে।

যোধপুরের ওই জনসভায় পাকিস্তান থেকে আসা সংখ্যালঘু উদ্বাস্তুদের সঙ্গে দেখা করে এভাবেই আশ্বস্ত করেন অমিত শাহ।

পূর্ববর্তী নিবন্ধমুজিব বর্ষের স্লোগানকে সামনে রেখে রূপালী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধশাপলা চত্বরের ভিডিও পোস্ট: ইমরান খানের সমালোচনায় জাতিসংঘ দূত