পপুলা২৪নিউজ ডেস্ক :
জনগণের রাস্তা বেসরকারি প্রতিষ্ঠানের দখলে নয়। আর তাই রাস্তায় বিভিন্ন কোম্পানির নো পার্কিং সাইন রাখা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
শুক্রবার সকালে বুয়েটের সেন্ট্রাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। এ সময় তিনি এক সপ্তাহের মধ্যে নো পাকিং সরিয়ে নেয়ার নিদের্শ দেন।
মেয়র বলেন, ২০১৯ সালের জুনের মধ্যে শহরকে সুন্দর ও নিরাপদ করতে কাজ করছে উত্তর সিটি কর্পোরেশন। ‘পাবলিকের রাস্তার উপর নো পার্কিং দেখতে চাই না। আমি এক সপ্তাহের সুযোগ দিচ্ছি। কারণ সাধারণ মানুষের রাস্তা সাধারণ মানুষের থাকবে।’
মেয়র বলেন, ২০১৯ সালের জুনের মধ্যে শহরকে সুন্দর ও নিরাপদ করতে কাজ করছে উত্তর সিটি কর্পোরেশন।