রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১ নভেম্বর

আগামী ১ নভেম্বর (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের দিনক্ষণ নির্ধারণ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে সাক্ষাতের জন্য ইসি সময় চেয়েছিল। ওইদিন বিকেল ৪টায় সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ অক্টোবর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। এর আগে নির্বাচন কমিশন সচিব বলেছিলেন নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। জাগো নিউজ

পূর্ববর্তী নিবন্ধকয়েক দিনের মধ্যেই ছোট হচ্ছে মন্ত্রিসভা: সেতুমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিএনপির সঙ্গে ড. কামালের ঐক্য অশুভ ঘটনা : তোফায়েল