রাশিয়ার ৪৩০০ সৈন্য নিহত, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক:

তিন দিন আগে শুরু হওয়া আগ্রাসনে ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে রাশিয়ার অন্তত ৪ হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার।

তিনি বলেছেন, সংঘর্ষের প্রথম তিন দিনে রাশিয়ার সামরিক বাহিনীর প্রাণহানির এই সংখ্যা প্রাথমিক এবং এটি পরিবর্তন হতে পারে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর এই দাবি যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। এছাড়া রাশিয়াও এখন পর্যন্ত তাদের হতাহতের কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির চিত্র

• ৪ হাজার ৩০০ সৈন্য

• ২৭টি বিমান

• ২৬টি হেলিকপ্টার

• ১৪৬টি ট্যাংক

• ৭০৬টি সাঁজোয়া যুদ্ধ যান

• কামান ৪৯টি

• ১টি বুক এয়ার ডিফেন্স সিস্টেম

• ৪ গ্রাড মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম

• ৩০টি যানবাহন

• ৬০টি ট্যাঙ্কার

• ২টি ড্রোন

• ২টি নৌকা

এদিকে, ইউক্রেনের সরকারের ন্যায়পাল লুডমিলা ডেনিসোভা বলেছেন, রাশিয়ার আগ্রাসনে এখন পর্যন্ত ২১০ জনের বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও এক হাজার ১০০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, ‘শত্রুরা আবাসিক ভবন, হাসপাতাল, কিন্ডারগার্টেন এবং স্কুলগুলো ধ্বংস করছে, শিশুসহ ইউক্রেনীয় মাতৃভূমির ছেলে-মেয়েদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে।’

ডেনিসোভা কিছু বেসামরিক মৃত্যুর উদাহরণ দিয়েছেন। যার মধ্যে কিয়েভের একটি হাসপাতালে গোলার আঘাতে এক শিশু এবং খারকিভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই অপরাধের জন্য রাশিয়াকে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইউক্রেনের এই ন্যায়পাল বলেছেন, তার দেশ এসব তথ্য সংরক্ষণ করছে এবং সেগুলো হেগের সামরিক ট্রাইব্যুনালে পাঠানো হবে।

সূত্র: বিবিসি, রয়টার্স।

পূর্ববর্তী নিবন্ধরুশ আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ ইউক্রেন
পরবর্তী নিবন্ধএসএসসি জুনে, এইচএসসি আগস্টে