আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে রাশিয়ার হামলার পরিস্থিতি গড়ালো পঞ্চম দিনে। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে এখন পর্যন্ত রাশিয়ার হামলায় ১৪ শিশুসহ ৩৫২ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও দাবি করেছে, দেশটিতে রাশিয়ার হামলায় আহত হয়েছে আরও এক হাজার ছয়শ ৮৪ জন। আহতদের মধ্যে ১১৬ জন শিশুও রয়েছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পরবর্তী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্যখুবই গুরুত্বপূর্ণ সময়। দেশজুড়ে রুশ সেনা অভিযান এবং ইউক্রেন সেনাদের তুমুল লড়াইয়ের মধ্যে এমন কথা জানান জেলেনস্কি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
সূত্র: আল-জাজিরা