রাশিয়ার সীমান্তে ব্রিটেনের ট্যাংক-সেনা মোতায়েন

 পপুলার২৪নিউজ ডেস্ক:

কয়েকশ অত্যাধুনিক ট্যাংক এবং সেনাকে রাশিয়ার একেবারে সীমান্তে মোতায়েন করতে চলেছে ব্রিটেন। ইতিমধ্যে বিশাল এই রণসজ্জা পৌঁছে গিয়েছে রাশিয়ার সীমান্তবর্তী দেশ এস্তোনিয়ায়। কোল্ড ওয়্যারের পর এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে এত ব্যাপক সেনা আর মোতায়েন করল ব্রিটেন।

এই ঘটনার পর এই সিদ্ধান্তকে একেবারে যুদ্ধের সঙ্গে তুলনা করছে অনেক সামরিক মহল। শুধু সামরিক মহলই নয়, ইতিমধ্যে ব্রিটেনের এই সিদ্ধান্তকে কড়া চোখে দেখছে রাশিয়া। যার বিপরীতে ইতিমধ্যে রাশিয়ান সীমান্তে নিজেদের সেনার সরঞ্জাম আরও বাড়াচ্ছে রাশিয়া।

সেনা প্রেরণের অংশ হিসেবে ইতিমধ্যে ১২০ সেনা গঠিত স্পেশাল ফোর্স পাঠানো হয়েছে। শুক্রবার গভীর রাতে ব্রিটেনের এই দলটি এস্তোনিয়া পৌঁছে গেছে। আর আগামী সপ্তাহের মধ্যে ব্রিটিশ তিন শ সামরিক যান দেশটিতে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, দেশটিতে আট শ ব্রিটিশ সেনাও পাঠানো হবে। আগামী মাসের মধ্যে বিশাল এই পরিমাণ সেনা পাঠানো হবে এস্তোনিয়ায়।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা-মমতা বৈঠক চাইছে ভারতের কেন্দ্রীয় সরকার
পরবর্তী নিবন্ধলড়াই করছেন তামিম–সাব্বির