পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভিসি নিয়োগের পরদিন পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক। সোমবার সকালে নতুন ভিসি অধ্যাপক ড. আবদুস সোবহানের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। ভিসি তা গ্রহণ করলেও কোনো সিদ্ধান্ত এখনও জানাননি।
এ বিষয়ে জানতে অধ্যাপক মু. এন্তাজুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের সচিব সহকারি রেজিস্ট্রার মোঃ মখলেছুর রহমান জানান, সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক ভিসি অধ্যাপক আবদুস সোবহানের কাছে পদত্যাগ পত্র জমা দেন। তাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি চাওয়া হয়। ভিসি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে কোনো সিদ্ধান্ত এখনও জানাননি।
২০১৩ সালের ৭ সেপ্টেম্বর সাবেক ভিসি অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের আমলে সিন্ডিকেটের মাধ্যমে অধ্যাপক এন্তাজুল হককে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়। সেই হিসেবে এখনও তার মেয়াদকাল পাঁচ মাস রয়েছে।
তবে আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে বিভক্তি থাকায় দ্বিতীয়বার নিয়োগ পাওয়া অধ্যাপক সোবহান ও বিদায়ী ভিসি অধ্যাপক মিজানউদ্দিনপন্থীদের মধ্যে মনস্তাত্বিক দ্বন্দ্ব রয়েছে।
এ কারণে অধ্যাপক সোবহান ভিসি হওয়ায় রেজিস্ট্রার পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন সিনিয়র শিক্ষকরা।
ছাত্র উপদেষ্টা, প্রক্টর, জনসংযোগ দফতরের প্রধানসহ অন্য গুরুত্বপূর্ণ পদেও দ্রুত রদবদল হতে পারে বলেও জানান শিক্ষকরা।