রানা প্লাজা ট্র্যাজেডি : এক যুগেও মেলেনি বিচার

নিউজ ডেস্ক

১২ বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারের রানা প্লাজায় ঘটে দেশের ইতিহাসের এক ভয়াবহ মানবিক বিপর্যয়। আটতলা ভবনে অবৈধভাবে স্থাপন করা কারখানাটি ধসে পড়ে নিহত হন এক হাজার ১৩৪ জন। আহত হন আরও দুই হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের সবাই পোশাক শ্রমিক। হৃদয়বিদারক এ ঘটনা শুধু দেশ নয়, নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে।

আদালত সূত্র বলছে, ভবন ধসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় ওই সময় মোট চারটি মামলা হয়। এর মধ্যে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে হত্যা মামলা করে পুলিশ এবং আইন না মেনে ভবন নির্মাণ করায় আরও একটি মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যে হত্যা মামলাটির বিচার আটকে আছে সাক্ষ্যগ্রহণের জালে এবং ইমারত আইনের মামলার বিচারে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় অভিযোগ গঠনের নয় বছরেও শুরু হয়নি সাক্ষ্যগ্রহণ। অন্যদিকে, ভবন নির্মাণে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন করায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে কেবল দুদকের দায়ের করা সম্পদের তথ্য গোপনের মামলাটি নিষ্পত্তি হয়েছে। এর বাইরে ভবন নির্মাণে দুর্নীতির মামলাটির বিচারিক কার্যক্রম চলমান।

আসামিপক্ষ বলছে, দুই মামলায় বিচার শেষ না হওয়ায় বিচারহীনভাবে কারাগারে আটক রয়েছেন ভবন মালিক সোহেন রানা।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষ বলছে, মামলার অভিযোগ গঠনের বিষয়ে আসামিরা উচ্চ আদালতে যাওয়ায় সাক্ষ্য শুরু হতে কয়েক বছর চলে যায়। দ্রুত মামলা দুইটি নিষ্পত্তি করা হবে বলেও প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। এদিকে এসব মামলায় আসামিদের মধ্যে ভবন মালিক সোহেল রানা কারাগারে থাকলেও বাকিরা জামিনে মুক্ত কিংবা পলাতক।

ভবন ধসে শ্রমিক নিহতের ঘটনার দিন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ ভবন নির্মাণে অবহেলা ও ত্রুটিজনিত হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয় ৫৯৪ জনকে। ২০১৬ সালের ১৮ জুলাই ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর ২০১৯ সালের ৩১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার ৪১ আসামির মধ্যে ভবন মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক, অন্য আসামি আবু বক্কর সিদ্দিক ও আবুল হোসেন মারা গেছেন। তিনজনকে বাদ দিয়ে হত্যা মামলায় এখন আসামির সংখ্যা ৩৮ জন। এসব আসামির মধ্যে কেবল সোহেল রানা কারাগারে। বাকিরা জামিনে।

ছয় বছর আগে সাক্ষ্য শুরু হলেও এ মামলায় সাক্ষী খরা। মামলার অধিকাংশ ধার্য তারিখেই আদালতে কোনো সাক্ষী উপস্থিত হন না। এ পর্যন্ত অভিযোগপত্রভুক্ত ৫৯৪ জন সাক্ষীর মধ্যে মাত্র ৯৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ গত ১৫ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে ওইদিন সাক্ষী না আসায় আগামী ১৯ মে সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য রয়েছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নুরুজ্জামান দোলন নামে একজন সাক্ষ্য দিয়েছেন। এর পরবর্তী ধার্য তারিখগুলোয় আর কোনো সাক্ষী আসেননি।

মামলার বিচার কাজের বিষয়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের রাষ্টপক্ষের পাবলিক প্রসিকিউটর মো. ইকবাল হোসেন বলেন, প্রায় ছয় বছর উচ্চ আদালতের আদেশে এ মামলার বিচারকাজ স্থগিত ছিল। সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার পর ৯৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। সাক্ষী হাজির করতে ১৭ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। আশা করছি দ্রুতই মামলাটির সাক্ষ্য সমাপ্ত করা যাবে।

বিচারে দীর্ঘসূত্রতার কারণ সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের এই কৌসুলি বলেন, দীর্ঘ সময় আমরা এ মামলার দায়িত্বে ছিলাম না। ওই সময় যারা দায়িত্বে ছিলেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমরা ধারণা করছি, তাদের অবহেলার কারণেই এই মামলার দীর্ঘসূত্রতা হয়েছে। আমরা দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মধ্যেই মামলার বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সাক্ষীদের হাজির হতে সমন জারি করেছি। আমরা দ্রুত সময়ে বিচার শেষ করার চেষ্টা অব্যাহত রেখেছি।

কবির মোল্লা নামে রানা প্লাজায় থাকা গার্মেন্টসের একজন সুপার ভাইজার ভবন ধসে আহত হন। তিনি বলেন, আমি চার রাত চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি। আমার আশেপাশে অনেকে পানির পিপাসায় মারা গেছে। সেই ভয়াবহ ঘটনার একযুগ হয়ে গেলো, তবু বিচারটা পেলাম না। আমি উদ্ধারের পর ১৫ দিন চিকিৎসাধীন ছিলাম। ভবন মালিক রানাসহ জড়িত সবার দৃষ্টান্তমূলক সাজা চাই। কিন্তু আগের সরকারের সময় কোনো ক্ষতিপূরণ পায়নি। বর্তমান ইউনূস সরকারের কাছে ক্ষতিপূরণ চাই। এখনও মাথার সমস্যার জন্য আমাকে ওষুধ খেতে হয়।

আসামি সোহেল রানার আইনজীবী মাসুদ খান খোকন বলেন, এ মামলায় রানার প্রতি অবিচার করা হচ্ছে। তিনি দীর্ঘ ১২ বছর কারাগারে রয়েছেন। কিন্তু যে বারোটি বছর তার জীবন থেকে চলে গেলো, যদি সে খালাস পায় কে তাকে জীবনের ১২টি বছর ফিরিয়ে দেবে? রানা প্লাজার ভবন ধস কেবলই একটি দুর্ঘটনা। তাছাড়া রানা প্লাজার প্রকৃত মালিক সোহেল রানা নয়, মালিক তার বাবা আব্দুল খালেক। এখানে রানার কোনো হাত নেই। তিনি আরও বলেন, বিগত সরকার আদালতে সাক্ষী হাজির করতে তেমন সচেষ্ট হয়নি। তবে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে গুরুত্ব দিয়ে আদালতে সাক্ষী হাজির করছেন। আসামিপক্ষের একটাই প্রত্যাশা সাক্ষী আসুক। ন্যায়বিচার হলে আমরা আশা করছি. বিচারে রানা খালাস পাবেন।

ইমারত নির্মাণ আইনের মামলায় আজও শুরু হয়নি সাক্ষ্যগ্রহণ
রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ওইদিন সাভার থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবনের মালিক সোহেল রানাসহ ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয় ১৩০ জনকে। ২০১৬ সালের ১৪ জুন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এরপর এ মামলায় জেলা ও দায়রা জজ আদালতে কয়েকজন আসামি রিভিশন আবেদন করেন। এদের মধ্যে আসামি ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলামকে মামলাটি থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। এছাড়া মামলার আরেক আসামি সাভার পৌরসভার সাবেক মেয়র মো. রেফাতউল্লাহর পক্ষে ২০২১ সালের ৭ নভেম্বর এক বছরের জন্য মামলার বিচারিক কার্যক্রম স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত। উচ্চ আদালতে এ মামলার বিচারিক কার্যক্রম স্থগিত থাকায় অভিযোগ গঠনের প্রায় আট বছর পরও সাক্ষ্যগ্রহণ শুরু করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

ইমারত আইনের এ মামলাটি বর্তমানে ঢাকার অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে.এম. মহিউদ্দিনের আদালতে বিচারাধীন। সর্বশেষ গত ৯ এপ্রিল মামলায় উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্য ছিল। তবে আসামিপক্ষ তা দাখিল করতে পারেনি। এজন্য আগামী ৩১ আগস্ট আদেশ দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মো. ইকবাল হোসেন বলেন, কয়েকজন আসামি অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন আবেদন করেন। উচ্চ আদালতে মামলার বিচারিক কার্যক্রম স্থগিত থাকায় সাক্ষ্যগ্রহণ শুরু করা যায়নি।

এসব বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনের দুই মামলায় নয় বছর আগে অভিযোগ গঠন করা হয়। কয়েকজন আসামি উচ্চ আদালতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন। ইমারত নির্মাণ আইনের মামলাটিতে এক আসামির পক্ষে স্থগিতাদেশ থাকায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। মামলা দুইটির বিচার শেষ না হওয়ায় আসামি সোহেল রানা কারামুক্ত হতে পারছেন না। আমার মতে আসামি সোহেল রানা বিচারহীনতাভাবে কারাগারে আটক রয়েছেন।

দুই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলো
দুই মামলার উল্লেখযোগ্য আসামি, রানা প্লাজার মালিক সোহেল রানা, তার মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হাজি মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আর্কিটেকচার ডিসিপ্লিন) এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার পৌরসভার সাবেক মেয়র মো. রেফাতউল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব, পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান, সাবেক সচিব মো. আবুল বাশার, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটমস লিমিটেডের এমডি বজলুস সামাদ ও ইথার টেক্স লিমিটেডের চেয়ারম্যান মো. আনিসুর রহমান।

দুদকের মামলায় রানা ও তার মায়ের সাজা
ভবন ধসের পর পালিয়ে যাওয়া রানাকে ঘটনার কয়েকদিন পর যশোর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রানার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। তার সম্পদের হিসাব দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন মামলা করে। ওই মামলায় ২০১৭ সালের ২৯ আগস্ট সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে রানার মা মর্জিনা বেগমের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ২০১৮ সালের ২৯ মার্চ তাকে ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তার প্রায় সাত কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধ২ প্রকল্পে ৮৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
পরবর্তী নিবন্ধঅনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা সাবেক ব্রাজিল কোচ তিতের