পপুলার২৪নিউজ ডেস্ক:
দেশে ও আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত সাভারের রানা প্লাজা ধসের চার বছর পূর্তি আর এক মাস পরেই। ভয়াবহ সেই ভবন ধসের ৪৭ মাসেও ভবন মালিক সোহেল রানাসহ দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়ার প্রতিবাদে এবং তৈরি পোশাক কারখানা শিল্পে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও ট্রেড ইউনিয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাভার বাজার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি রানা প্লাজা শাখার উদ্যোগে নিহত শ্রমিকেদের স্বজন, আহত এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকরা এসকল কর্মসূচি পালন করবে।
সংগঠনটির সাভার থানা শাখার সম্পাদক আলম মাতব্বর জানান, সমাবেশে বক্তব্য রাখবেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক আবু শামা, প্রচার সম্পাদক দীপক রায়, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক প্রদীপ রায় এবং রানা প্লাজা শাখার সদস্য রূপালী আক্তার, নিহত শ্রমিক ফজলে রাব্বির মা রাহেলা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।