রানআউটে বিদায় বিপজ্জনক চান্দিমালের

পপুলার২৪নিউজ ডেস্ক:
ওপেন করতে নেমে ঝড় তোলার পর তাসকিনের বলে ফিরে গেছেন অধিনায়ক উপুল থারাঙ্গা। এরপর আরেক বিপজ্জনক ব্যাটসম্যান দিনেশ চান্দিমালও ফিরলেন রানআউট হয়ে। বিনা উইকেটে ৭৬ রান তুলে ফেলা শ্রীলঙ্কার রান এখন ৩ উইকেটে ১৩৬। দ্রুত উইকেট তুলে নিয়ে এখন ম্যাচের নিয়ন্ত্রণে টাইগাররা। আগের দুই ম্যাচের মত শুরুতে সাফল্য এনে দিতে পারেননি অধিনায়ক মাশরাফি। আজ নতুন বলে ম্যাশের সঙ্গে বোলিং ওপেন করেও আগের মতোই নখদন্তহীন মুস্তাফিজ। শেষমেশ মিরাজ আর তাসকিনের দাপটে কিছুটা হলেও ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

সিরিজে প্রথমবারের মতো টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ওপেনিং জুটিতে এসেছে ৭৬ রান। এরপরেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে ৩৮ বলে ৩ চার এবং ১ ছক্কায় ৩৪ রান করে মাহমুদ উল্লাহ রিয়াদের তালুবন্দি হলেন দানুশকা গুনাথিলাকা।

এরপর কম সময়ের ব্যবধানে অসাধারণ এক ডেলিভারিতে বিপজ্জনক উপুল থারাঙ্গাকে বোল্ড করে দেন তাসকিন আহমেদ। এর আগে কয়েকটি শর্ট বল করে ব্যাক ফুটে নিয়ে যান বাঁহাতি ব্যাটসম্যানকে। এরপর দারুণ গতির একটি ফুল লেংথ বলে উড়ে যায় থারাঙ্গার স্টাম্প। এরপর সাকিব আল হাসানের বলে তাসকিন আর মুশফিকের সম্মিলিত প্রচেষ্ঠায় রানআউট হয়ে যান ৩৫ বলে ২১ রান করা চান্দিমাল।

পূর্ববর্তী নিবন্ধসড়ক অবরোধ তুলে নিয়েছেন ট্যানারি শ্রমিক-মালিকরা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার নির্দেশেই সারাদেশে জঙ্গিবাদ: সোহাগ