রাজসাক্ষী হতে চান মানবতাবিরোধী মামলার আসামি আব্দুল লতিফ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছার মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আব্দুল লতিফ রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলাকালে তিনি এ আশা প্রকাশ করেন। পরে ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানির জন্য আগামী ১১ জানুুয়ারি দিন ধার্য করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ছিলেন শাহেদুর রহমান ও রেজিয়া সুলতনা চমন।

এর আগে গত ২২ নভেম্বর ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আব্দুল লতিফ। একই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, মুক্তিপণ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার কোনো আসামি এই প্রথম রাজসাক্ষী হওয়ার আশা প্রকাশ করলেন।

 

পূর্ববর্তী নিবন্ধইউসিসি- ইউনিএইডসহ ছয় কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল
পরবর্তী নিবন্ধদুর্নীতি মামলায় খালাস পাবেন খালেদা জিয়া : মওদুদ