রাজশাহী মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক গ্রেফতার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরফরাজ হোসেন শান্ত (৪০) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সরফরাজ নগরীর হেতেমখাঁ এলাকার দিলদার হোসেনের ছেলে। এনিয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, চিকিৎসক পরিচয়ে সরফরাজ হাসপাতালের রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিলেন। টের পেয়ে তাকে ধরে পুলিশে দেন দায়িত্বরত নার্সরা।

গ্রেফতারকৃত সরফরাজ দীর্ঘদিন ধরে চিকিৎসক সেজে প্রতারণার দায় স্বীকার করেছেন। পরে এনিয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট গ্রহণ করেছে আপিল বিভাগ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র ছাড়তে হবে ৭৫ হাজার ভারতীয়কে