রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পলকের আত্মীয়সহ নিহত ৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ভাতিজি, নাতি ও নাতনিসহ ছয়জন নিহত হয়েছেন।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ঘে আইসিটি প্রতিমন্ত্রীর ভাতিজিসহ তিনজন নিহত হয়েছেন।

এছাড়াও প্রতিমন্ত্রীর ভাতিজি জামাইকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে পৃথক দুর্ঘটনায় মারা যান আরও তিনজন।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে উপজেলার মাটিকাটা ব্রিজের কাছে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মাইক্রোবাস ও চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের খালাতো ভাই গোলাম কিবরিয়ার মেয়ে কেয়া খাতুন (৩০), তার মেয়ে রাইসা খাতুন (৬) এবং ছেলে আহানাব (৫) নিহত হয়।

এ সময় কেয়া খাতুনের স্বামী আলমগীর হোসেন গুরুতর আহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক।

অপরদিকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়ঘাটি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলার ফরাদপুর গ্রামের বাসিন্দা এমদাদ হেসেন চান্দু (৫০) এবং তার আত্মীয় খুসবু তাজনিম (১৪) নিহত হয়েছেন।

নিয়ন্ত্রণ হারিয়ে মাংসের দোকানে ট্রাক: এছাড়া ভোর সাড়ে ৫টার দিকে রেলগেট কসাইপাড়া গ্রামের মাংস বিক্রেতা জসিম উদ্দিন (২০) রেলগেট বাজারে মহাসড়কের পাশে দোকানে বসেছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাংসের দোকানে ঢুকে যায়। এর ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন আরও কয়েকজন।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন ট্রাক চালক ও তাদের সহযোগীকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের জন্য অভিযান চলছে। এছাড়া আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধলাকি খানের ঝাঁকি নৃত্যের প্রচলনও করেছিলেন জিয়া : কৃষিমন্ত্রী
পরবর্তী নিবন্ধসাকিব-তামিমের ফিফটি,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ