রাজশাহীতে বিএনপির প্রচারণায় ককটেল বিস্ফোরণ

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোসাদ্দেক হোসেনের প্রচারণায় ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য ও স্থানীয় দোকানী স্বপন কুমার দাস আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর সাগরপাড়া মোড়ে মেয়র প্রার্থী বুলবুলের নির্বাচনী পথসভা চলছিল। সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত।

এ সময় মোটরসাইকেল আরোহী তিন যুবক পথসভার পাশে পর পর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে পথসভা পণ্ড হয়ে যায়। ককটেলের স্প্লিন্টারের আঘাতে সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য ও দোকানী স্বপন কুমার দাস আহত হন। পরে সেখানে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে ভয়-ভীতি দেখাচ্ছে। বিএনপি কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে। পরাজয় নিশ্চিত জেনেই ষড়যন্ত্র শুরু করেছে তারা।

আওয়ামী লীগের লোকজন এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ করেন দুলু।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধলঘুচাপে সকাল থেকেই ঢাকার আকাশে বৃষ্টি
পরবর্তী নিবন্ধনড়াইলে খালেদা জিয়ার জামিন না মঞ্জুর