রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাজশাহীতে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ হাসিবুল ইসলাম ঘোষ নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলার পবা উপজেলার আফিনেপালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩৭ বছর বয়সী হাসিবুলের বাবার নাম আফতার হোসেন পচু। পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকায় তার বাড়ি।

র‌্যাবের ভাষ্য, তিনি একজন মাদক বিক্রেতা। ঘটনাস্থল থেকে ৭৮ বোতল ফেনসিডিল এবং ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল জব্দ করা হয়েছে।

মেজর আশরাফুল বলেন, আফিনেপালপাড়া গ্রামে রাতে র‌্যাবের একটি দল টহলে যায়। এ সময় রাস্তার পাশে একটি বাগানে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখতে পেয়ে দলটি সেদিকে এগিয়ে যায়। তখন ওই ব্যক্তিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

‘আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। কয়েক মিনিট গোলাগুলির পর সবাই পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।’

র‌্যাবের ওই দলটি আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেজর আশরাফুল জানান।

তিনি বলেন, পরে তার মরদেহ রামেকের মর্গে রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসিইসি বিএনপিকে ভয় দেখাচ্ছেন: রিজভী
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা এরশাদের