রাজশাহীতে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান, নিহত ৩

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী চরআলাতুলি মধ্যচরে ‘জঙ্গি আস্তানা’সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় বাড়ির ভেতর থেকে বোমা বিস্ফোরণে তিনজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

রাজশাহীস্থ র‌্যাব ৫-এর উপঅধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, ভোররাত ৪টার দিকে চরআলাতুলি ইউনিয়নের আলাতুলি মধ্যচরের মধ্যে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে ওই বাড়িটি ঘেরাও করে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় ভেতর থেকে জঙ্গিরা গুলি ছোড়ে।র‌্যাব পাল্টা গুলি চালায়। এ সময় বাড়ির ভেতরে উচ্চক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়।

এ ঘটনার পর সকাল ৯টার দিকে ওই জঙ্গি বাড়ির মালিক রাশিকুল ও তার স্ত্রী নাজমা এবং শ্বশুর খরশেদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রাশিকুল একই এলাকার আতাউর রহমান পাকুর ছেলে।

এছাড়া ঘটনাস্থলে কাজ করছে বোম্ব ডিসপোজাল ইউনিট বলে জানান আশরাফুল ইসলাম।

 

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে স্বামীকে হত্যায় স্ত্রীর অবিশ্বাস্য ফাঁদ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের কোচ হতে চান না অ্যান্ডি ফ্লাওয়ার