রাজনৈতিক পরিমণ্ডলে নির্বাচন করা কঠিন: প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, রাজনৈতিক পরিমণ্ডলে নির্বাচন করা কঠিন। কিন্তু এটাই একমাত্র পথ।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সঙ্গে এ বৈঠকে তিনি পাঁচ মেয়াদে তার কর্মযজ্ঞও তুলে ধরেন।

কেএম নূরুল হুদা বলেন, বন্দুক মাথায় রেখে একটা নির্বাচন করা যেতে পারে। চিরদিন সেটা হতে পারে না। রাজনৈতিক পরিমণ্ডলে নির্বাচন করা কঠিন। কিন্তু সম্ভব। আর এটাই একমাত্র পথ।

সিইসি এসময় ১/১১ সরকারের সময়কার এটিএম শামসুল হুদা কমিশনের সমালোচনাও করেন।

সাবেক সিইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ৬৯২ দিন পর নির্বাচন করেছেন। আর আমাদের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়েছে। আপনাদের সংবিধান লঙ্ঘন করার এ অধিকার কে দিয়েছিল। তখন তো ইমার্জেন্সি অবস্থা ছিল। ইমার্জেন্সি অবস্থার মধ্যে আর রাজনৈতিক পরিমণ্ডলে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করার পার্থক্য আছে।

আরএফইডি টক শীর্ষক এ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোমা ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাজী জেবেল।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক হাবীবুর রহমানের মৃত্যুর তদন্ত দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধঅনিয়মের অভিযোগ: সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন