রাজধানীর ৬ খাল সংস্কার কাজের উদ্বোধন করলেন তিন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরের অভ্যন্তর ও চারপাশের সব জলাধার কার্যকর ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তারই অংশ হিসেবে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের বাউনিয়া খাল (পুলিশ স্টাফ কলেজের পেছনে) সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ডিএনসিসি ও ডিএসসিসি এলাকার মোট ১৯টি খাল সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম ধাপে ছয়টি খাল সংস্কারের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হবে। ছয়টি খালের মধ্যে ডিএনসিসি এলাকায় চারটি খাল: বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ি এবং ডিএসসিসি এলাকায় দুটি খাল: মান্ডা ও কালুনগর।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের
পরবর্তী নিবন্ধচাঁদাবাজির কারণে পাঁচ হাজার টাকার ভাড়া হয় ১২ হাজার: অর্থ উপদেষ্টা