রাজধানীর নয়াপল্টনে ট্রাকচাপায় পথশিশু নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় মামুন (১৪) নামের এক পথশিশু নিহত হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জলিল জানান, নয়াপল্টন বিএনপি অফিসের সামনের রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে আমরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশপাশের লোকজনের মুখে জানতে পারি তার নাম মামুন (বাবু)। সে একজন পথশিশু।

তিনি জানান, সিসিটিভির ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে একদিনে করোনায় আক্রান্ত ৯১ হাজার, মৃত্যু ৩ শতাধিক
পরবর্তী নিবন্ধজন্মদিনে সিদ্ধান্তের ঠোঁটে ঠোঁট রাখলেন দীপিকা!