রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় বৃষ্টি নেমেছে। এতে ভ্যাপসা গরম কমে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও ঝোড়ো বাতাস।

সকাল ১০টার পর থেকেই ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর ১১টা নাগাদ নামে বৃষ্টি।

তবে বৃষ্টির কারণে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। ভিজে ভিজে কাউকে কাউকে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে একদিনে ১৬৪৯ জনের মৃত্যু, শনাক্ত পৌনে ৬ লাখ
পরবর্তী নিবন্ধ২০২২-২৩ অর্থবছরের বাজেট আজ