রাজধানীতে সাড়ে ৮ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক


নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের দুর্যোগেও থেমে নেই ইয়াবা কারবারিরা। কক্সবাজার থেকে নানা কৌশলে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্পটে সরবরাহ করছে একটি চক্র।

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৪শ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১০ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আনিছুজ্জামানের নেতৃত্বে একটি দল নয়াবাজারের ইউসুফ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করে।

আটকরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার সিয়াপাড়া গ্রামের শাহ আলমের ছেলে মোস্তাক আহমেদ (৩০) ও কক্সবাজার সদর উপজেলার ঈদগা ইসলামাবাদ গ্রামের আলী হোসেনের ছেলে জমির উদ্দিন (২৪)। তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, একটি মাক্রোবাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, আটক জমির ও মোস্তাক পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

আটক দুইজনের বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোববারের মধ্যে ১০ টাকা চালের বেনামি কার্ড জমা দেয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে দুই শিশুর মৃত্যু, ৯ পরিবার লকডাউনে