রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ গ্রেফতার

নিউজ ডেস্ক

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০৩ ইয়াবা, ১৫৫.৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৯০০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ১০ নেশাজাতীয় ইনজেকশন, ১০ বোতল ফেনসিডিল ও ২০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতার ৫৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধতিন দিনে ৩৫০ কোটি আয় করলো জওয়ান
পরবর্তী নিবন্ধছাত্রলীগের দুই নেতাকে তুলে নিয়ে পেটানোর অভিযোগ