রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ভয়ংকর মাদক আইসসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তারদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৭৩ গ্রাম হেরোইন, ১১ হাজার ৭৯০ পিস ইয়াবা, ১ কেজি ৯৭৬ গ্রাম গাঁজা, প্রায় ১০০ গ্রাম আইস ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্ষমা চাইলেন অপু বিশ্বাস
পরবর্তী নিবন্ধনুসরাত আমার বন্ধু, আমাদের মধ্যে তুলনা না করাই ভালো : মিমি