রাজধানীতে ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগের হাইকোর্টের ভেতরে একটি ভবনে রং করার সময় ওপর থেকে নিচে পড়ে আব্দুর রশিদ মোল্লার (৫০) মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুলাই) রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি জানান, আমরা জানতে পেরেছি হাইকোর্টের ভেতরে একটি ভবনে রং করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি,পটুয়াখালী সদর জেলার তুতখালী গ্রামের।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে আজ কখন কোথায় লোডশেডিং
পরবর্তী নিবন্ধশেয়ারবাজার করপোরেট ক্রিকেট এর চ্যাম্পিয়ন মোনার্ক হোল্ডিংস