রাজধানীতে ভবন থেকে পড়ে বেপজার কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমণ্ডির গ্রিন রোডে বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ) ভবন থেকে পড়ে এক কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহতের নাম ওমর ফারুক তানিম (৪৫)। তিনি বেপজার আইটি কনসালট্যান্ট হিসাবে কর্মরত ছিলেন।

রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি আত্মহত্যা নাকি কেউ তাকে ফেলে দিয়ে হত্যা করেছে তা তদন্ত করছে পুলিশ।

ভবনটির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বড় ধরনের শব্দ শুনে তারা ছুটে গিয়ে দেখতে পান ভবনে প্রবেশ দরজার সামনে ফুটপাতের ওপর থেঁতলানো অবস্থায় ওই কর্মকর্তার রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে ধানমণ্ডি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

নিহতের ছোট ভাই নাজমুস শাকিল এ মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলতে পারেননি।

ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, ওই ব্যক্তি ১৪ তলা ভবনের ৮ তলার খোলা কাচের জানালা দিয়ে লাফিয়ে পড়েন। পুরো ভবন কাচঘেরা হলেও বাতাস আসা-যাওয়ার জন্য প্রতি তলায় ২-৩টি কাচ খোলার ব্যবস্থা আছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তরাখণ্ডে তুষারধসে ১৪ লাশ উদ্ধার, নিখোঁজ ১৭০
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন