রাজু আনোয়ার: ফরাসী ভাষায় ফেট ডে লা মিউজিক-আর বাংলায় বিশ্ব সংগীত দিবস । ‘গান হতে হবে মুক্ত; সংশয়হীন’-এমন স্লোগানে শুরু হয়েছিল সঙ্গীত দিবসের যাত্রা। ১৯৮২ সালে ফ্রান্সের মন্ত্রী জ্যাক ল্যাং প্রস্তাব করেন ২১ জুন ওয়ার্ল্ড মিউজিক ডে বা বিশ্ব সঙ্গীত দিবস পালনের। তার প্রস্তাবে সাড়া দিয়ে ফরাসি সরকার সেটা বাস্তবায়ন করে। এরপর ১৯৮৫ সালের ২১ জুন গোটা ইউরোপ এবং পরবর্তীতে সেটা পুরো বিশ্বে মর্যাদা লাভ করে।
বরাবরের মতো বিশ্ব সঙ্গীতের গুরুত্বপূর্ণ এই দিনটি উদযাপন করা হবে বাংলাদেশেও । বিশাল আয়োজনে এই দিবসটি পালিত হতে যাচ্ছে এবার । বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এবারের দিবসের স্লোগান- ‘সুরের আগুন ছড়িয়ে দেব সব প্রাণে’।
আগামী ২১ জুন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে র্যালি ও এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে সঙ্গীত দিবস। শিল্পকলা একাডেমির হয়ে পুরো আয়োজনের তত্ত্বাবধানে আছেন সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নি। তার সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী সাব্বির জামান।
বিষয়টি নিয়ে সাব্বির জামান বলেন, বিশ্ব সঙ্গীত দিবস আমাদের দেশে আগেও পালিত হয়েছে। শিল্পকলা একাডেমির সেসব আয়োজনে আমাদের প্রজন্মের শিল্পীদের খুব একটা দেখা যায়নি। তো এবার লিয়াকত আলী লাকী ভাই (শিল্পকলা একাডেমির চেয়ারম্যান) আমাদেরও যুক্ত থাকতে বললেন। আমরাও আগ্রহের সঙ্গে সামিল হচ্ছি। অনুষ্ঠানের মূল আয়োজক শিল্পকলা একাডেমি। দিনাত জাহান মুন্নী আপা ও তার সঙ্গে আমি আছি কো-অর্ডিনেটর হিসেবে।
সাব্বির জামান আরও বলেন, ২১ জুন বিকাল ৩টায় সবার অংশগ্রহণে র্যালি হবে। র্যালি শেষে সাংস্কৃতিক পর্ব। এই পর্বে মোট ১০টি ভাষার গান পরিবেশন করা হবে। এগুলো হচ্ছে- বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, স্প্যানিশ, জাপানিজ, চাইনিজ, নেপালি, অ্যারাবিয়ান ও রাশান। এবারই প্রথম এমন বড় পরিসরে বিশ্ব সঙ্গীত দিবস পালন করা হবে বাংলাদেশে। এবং এতে দেশের অধিকাংশ শিল্পীই অংশগ্রহণ করবেন।
পারফর্মার হিসেবে থাকছেন- বাদশাহ বুলবুল, ডলি সায়ন্তনী, মৌটুসি পার্থ, ইমরান, কণা, লিজা, কোনাল, সাব্বির জামান, মুহিন, দিনাত জাহান মুন্নী, রাজিব, জয় শাহরিয়ার, শান, সিথি সাহা, সুজন আরিফ, হৈমন্তী, রাফাত, আরমীন মুসা, ইয়ার্নিক, রন্টি দাস, লুইপা, তানভীর আলম সজীব, আলিফ আলাউদ্দিন, পিঙ্কি ছেত্রী, স্মরণ, শুভ, প্রতীক হাসান, পুতুল, পারভেজ সাজ্জাদ, পুলক, বেলি আফরোজ, ফারশিদ, পলি সায়ন্তনী, অনুপমা মুক্তি, শফিক রাজকুমার, প্রিয়াঙ্কা গোপ, বিন্দু কণা ও মেহরাব।