রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে বিদেশি প্রকৌশলীর মৃত্যু

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন নবনির্মিত একটি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌফিক (৪৫) নামে বিদেশি প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে নিহতের সহকর্মী টেকনিশিয়ান মো. হানিফ জানান, তৌফিক দীর্ঘদিন ধরে ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্তরত ছিলেন। সকালে কেন্দ্রে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

ওই প্রতিষ্ঠানে কর্মরত সিভিল ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাসেল বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় কোম্পানির একটি বাসায় থাকতেন তৌফিক। তিনি ইন্দোনেশিয়ান নাগরিক।

পূর্ববর্তী নিবন্ধসরফরাজদের ‘বিরিয়ানি’ খাওয়া নিষিদ্ধ করলেন মিসবাহ
পরবর্তী নিবন্ধবসিলায় ‘জঙ্গি আস্তানায়’: প্রতিবেদন ১৭ অক্টোবর