নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকা থেকে পিকআপ ভ্যানে আমের ক্যারেটের সঙ্গে পাচার করা ৪৩৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন, সোহেল রানা (২৬), মো. আমজাদ (২৮) ও শাহ আলম (৪৫)।
রোববার (২৮ জুন) সকাল ৯টায় গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলীর যমুনা সিএনজি স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে লোকচক্ষুর অন্তরালে বিশেষ কৌশলে আমভর্তি পিকআপে বহন করে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের কাছে বিক্রি করে আসছিলেন।
আটকদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।