রাজধানীতে তিন বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানা এলাকায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে তিনটি বেকারিকে ছয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-২ এর উদ্যোগে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর পরিচালনায় ও বিএসটিআইয়ের সহায়তায় চারটি বেকারিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‌‘রাজধানীর মোহাম্মদপুরে আলিফ বেকারি, হাজারীবাগের রানা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি ও কামরাঙ্গীরচরের জনপ্রিয় বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় কারখানাগুলো অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোর্ত্তীণ পণ্য মজুদ ও বাজারজাত করে আসছে।’

এসব অভিযোগে আলিফ বেকারিকে এক লাখ টাকা, রানা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে তিন লাখ টাকা ও জনপ্রিয় বেকারিকে দুই লাখ টাকা করে সর্বমোট ছয় লাখ টাকা জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

পূর্ববর্তী নিবন্ধকাশিমপুর কারাগারে ইয়াবাসহ কারারক্ষী গ্রেফতার
পরবর্তী নিবন্ধদাম বেড়েছে তেল -পেয়াজের, কমেছে সবজির