পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঘুষ নেয়ার সময় একজন উপসচিবকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্ট ফুডের দোকান থেকে মিজানুর রহমান নামে এ উপসচিবকে গ্রেফতার করা হয়।
তিনি প্রেষণে সড়ক ও জনপথ অধিদফতরে আইন কর্মকর্তা হিসেবে নিয়োজিত।
দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক ও জনপথ থেকে ইজারাগ্রহীতা মাইনুদ্দিন চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান চালায়। মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনের জন্য মাইনুদ্দিনের কাছ থেকে এর আগে এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন। তিনি পরে আরো ৯ লাখ টাকা দাবি করলে মাইনুদ্দিন দুদকের কাছে অভিযোগ করেন।
সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত রাতে দুদকের একটি দল খিলগাঁওয়ের ওই ফাস্ট ফুডের দোকানে অবস্থান নেয় এবং একপর্যায়ে তারা ঘুষের টাকাসহ মিজানকে গ্রেফতার করে। দুদক সূত্র জানায়, গ্রেফতারের পর মিজানুর রহমানকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে।