পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর শ্যামপুরে বড়ইতলা এলাকায় কাজ করার সময় একটি নির্মানাধীন ভবনের নিচে ক্রেন থেকে ভারি মালামাল মাথায় পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে শ্যামপুরে বড়ইতলা এলাকায় একটি নির্মানাধীন ভবনের নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নজরুল হাওলাদার (৩৮) বরগুনার আমতলী উপজেলার লতিফ হাওলাদারের ছেলে। দুই সন্তানসহ সপরিবারে তিনি বড়ইতলা এলাকাতেই থাকতেন ও আবুল বাসারের (৪৫) বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে দুজনই দিন মজুরির কাজ করতেন।
নিহতদের সহকর্মী মো. সবুজ জানান, রাতে বড়ইতলা এলাকার একটি নির্মাণাধীন তিনতলা ভবনের নিচে মালামাল সরানোর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় পাশেই ক্রেন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল সরানোর কাজ চলছিল।
ওই ক্রেন ছিঁড়ে ভারি মালামাল নজরুল ও বাসারের মাথার ওপর পড়ে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, নিহতদের ময়নাতদন্তের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।