রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে শপথের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করে (ডিবি) পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তারা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃত চার চেয়ারম্যান হলেন, সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের সুপন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়নের অমল কান্তি চাকমা ও বুড়িঘাট ইউনিয়নের প্রমোদ খীসা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪র্থ ধাপের নির্বাচনে নবনির্বাচিত ১০ চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃত চার চেয়ারম্যানকে বিকেলে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই চেয়ারম্যানদের বিরুদ্ধে লংগদু থানায় ও নানিয়ারচর থানায় মামলা রয়েছে।